ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানিকগঞ্জে মেধাবীদের বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
মানিকগঞ্জে মেধাবীদের বৃত্তি প্রদান

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ৭টি উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৪তম ব‍ৃত্তি দিয়েছেন অধ্যাপক মাহফুজা খানম ও ব্যারিস্টার শফিক আহমদ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এই বৃত্তি দেওয়া হয়।



বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী, ডাক্তার বিলকিস আক্তার, সাবেক শিক্ষক অমল বোস, আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম ও ব‍ৃত্তি পরিচালনা পরিষদের সদস্য সচিব কাশি নাথ সরকার।

জেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রণির ৪৭০ জন শিক্ষার্থী এবছর বৃত্তি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৩২ জন ট্যালেন্টপুল, ৫৬ জন সাধারণ ও ৭৩ জন বিশেষ কোটায় বৃত্তি পায়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।