ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে বৃত্তি পরীক্ষায় ২২ হাজার শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
রংপুরে বৃত্তি পরীক্ষায় ২২ হাজার শিশু

কমোলমতি শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে রংপুরে শুরু হয়েছে ২০১৬ সালের নর্থ বেঙ্গল কিন্ডাগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা। এতে বিভাগের ২২ হাজার পরিক্ষার্থী অংশ নিয়েছে।

রংপুর: কমোলমতি শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে রংপুরে শুরু হয়েছে ২০১৬ সালের নর্থ বেঙ্গল কিন্ডাগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা। এতে বিভাগের ২২ হাজার পরিক্ষার্থী অংশ নিয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া দুই ঘণ্টার এই পরীক্ষায় বিভাগের আট জেলার ৫শ’ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

৭৫টি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে এই বৃত্তি পরীক্ষা।

বৃত্তি পরীক্ষায় সন্তানদের অংশ নেয়াটাই বড় করে দেখছেন অভিভাবকরা। পরীক্ষা শেষে মেধা মূল্যায়নের পর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এক হাজার ও সাধারণ গ্রেডে ৬শ’ টাকা দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।