ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল। ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাশন। একইসঙ্গে আবাসিক হল চালুরও সিদ্ধান্ত হয়েছে।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাশন। একইসঙ্গে আবাসিক হল চালুরও সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসনের এ সিদ্ধান্তে অবরোধ উঠিয়ে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন বাংলানিউজকে জানান, ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার ও আগামী ২৫ ডিসেম্বর থেকে ছাত্র হলে শুধুমাত্র বৈধ ছাত্ররা উঠতে পারবেন।

এরপরই শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।

**শাবিপ্রবিতে অবরুদ্ধ উপাচার্য, সিন্ডিকেট বৈঠক শুরু

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।