ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন বইয়ে উল্লসিত বাগেরহাটের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
নতুন বইয়ে উল্লসিত বাগেরহাটের শিক্ষার্থীরা নতুন বইয়ে উল্লসিত বাগেরহাটের শিক্ষার্থীরা-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লসিত বাগেরহাটের শিক্ষার্থীরা। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে জেলা পর্যায়ের বই উৎসব উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উৎসবের আমেজ বিরাজ করছে শিশু শিক্ষার্থীদের মধ্যে। আনন্দ-উল্লাসে প্রতিটি বিদ্যালয়ে হচ্ছে বই উৎসব।

নতুন বইয়ে উল্লসিত বাগেরহাটের শিক্ষার্থীরাপাঠ্যপুস্তক বিতরণ উৎসবকে কেন্দ্র করে হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন-বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিনুর রশিদ, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।