ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
হাবিপ্রবিতে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হাবিপ্রবিতে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও বাংলাদেশ রসায়ন সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।

পরে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

রসায়ন বিভাগের প্রভাষক ফাতিহা ফারহানার সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, পদার্থ বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজিমউদ্দিন, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুনুর রশীদ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নোমান ফারুক প্রমুখ।

প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৩০টি প্রতিষ্ঠান থেকে রসায়ন অলিম্পিয়াডে ৯৫০ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিযোগিতায় ২৫০ জন অংশ নেয়।

পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।