ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ঢাবিতে রাত ১২টার পর কোনো মিছিল নয়’

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
‘ঢাবিতে রাত ১২টার পর কোনো মিছিল নয়’ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে করেন ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাত ১২টার পর মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে সভাপতির বক্তৃতায় এ নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সমাবেশের আগে মধুর ক্যান্টিন থেকে আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সমাবেশ সঞ্চালনা করেন।

আবিদ আল হাসান বলেন, ছাত্রলীগের হল কমিটি ঘোষণার পর গভীর রাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্লোগানে সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। ১৪ জানুয়ারি (শনিবার) থেকে রাত বারোটার পর ক্যাম্পাসে কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের পলাশীসহ ক্যাম্পাসের বাইরে না পাঠতেও ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সাইফুর রহমান সোহাগ বলেন, বিএনপি সব সময় দেশকে পেছানোর জন্য ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজ করে যাচ্ছেন। ভিশন-২১ বাস্তবায়নে ছাত্রলীগকে কাজ করতে হবে।

জাকির হোসেন বলেন, খালেদার সকল ষড়যন্ত্র অতীতের মতোই রাজপথে থেকে প্রতিহত করবে ছাত্রলীগ। উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করবে।

মোতাহার হোসেন প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার দিক-নির্দেশনা দেন তিনি।

সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার সভাপতিরাও বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসকেবি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।