ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
জবিতে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্যোগে প্রথম সাংস্কৃতিক সপ্তাহ-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি উপাচার্য ড. মিজানুর রহমান সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লাইসা আহমদে লিসা।

প্রথমদিন (২৪ জানুয়ারি) রবীন্দ্র সংগীত, লোক সংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন- বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদে লিসা, সংগীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার (২৫ জানুয়ারি) উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সপ্তাহ-২০১৬ এর সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ডিআর/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।