ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের পাসের হার বাড়াতে মানোন্নয়ন পরীক্ষা

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শিক্ষার্থীদের পাসের হার বাড়াতে মানোন্নয়ন পরীক্ষা গণ বিশ্ববিদ্যালয়ে ১৯টি বিভাগের স্নাতক ও মাস্টার্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা/ছবি-বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১৯টি বিভাগের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের সাপ্লিমেন্টারি ও মানোন্নয়ন পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, আগে ছয় মাস অন্তর এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের পাসের হার বাড়াতে এখন থেকে বছরে একবারই অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু জানান, এবার প্রায় সাড়ে পাঁচ হাজারের মধ্যে নয়শো ৩১জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করে অতি দ্রুত ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।