ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ‘এক বসন্ত’ উৎসব 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
শাবিপ্রবিতে ‘এক বসন্ত’ উৎসব  শাবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘এক বসন্ত’ উৎসব 

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এক বসন্ত’ শিরোনামে বাউল গানের আসর ও পিঠা উৎসব। শনিবার (ফেব্রুয়ারি ১৮) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে এ বাউল সন্ধ্যা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। 

সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘এক বসন্ত’ শিরোনামে উৎসবটির উদ্বোধন করেন উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া, অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, আশীষ কুমার বণিক, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সাবেক সিনিয়র ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশ প্রমুখ।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে বাউল গানের আসর চলে রাত ৯টা পর্যন্ত।  
 
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।