ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন উৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে সপ্তাহব্যাপী লোক প্রশাসন উৎসব শুরু হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাসুদা কামাল, পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক আশিকুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

সপ্তাহব্যাপী এ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে ১১তম ব্যাচের নবীন বরণ, ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজসহ নানা আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।