ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে হলের ছাদ ভেঙে ছাত্রী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ঢাবিতে হলের ছাদ ভেঙে ছাত্রী আহত ঢাবির শামসুন নাহার হলের ওয়াশরুমে ছাদের ভাঙা অংশ। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ওয়াশরুমের ছাদের একাংশ ভেঙে আহত হয়েছেন এক ছাত্রী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে হলের মধ্য ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওয়াশ রুমে গোসল করার সময় ছাদের একাংশ ভেঙে ওই ছাত্রীর হাতের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হলের অন্য আবাসিক ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হলের একাধিক ছাত্রী জানায়, হলের সাধারণ সভায় ছাত্রীরা ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি হল প্রশাসনকে জানিয়ে ছিল। পাশাপাশি ওয়াশরুম গুলো দ্রুত সংস্কারের দাবিও জানান কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি হল প্রশাসন।

এ বিষয়ে জানতে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহাকে ফোন করা হলে তিনি সরাসরি দেখা করে কথা বলতে বলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।