ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টাকার বিনিময়ে বই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
টাকার বিনিময়ে বই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত বরখাস্তের আদেশ

লালমনিরহাট: বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল ইমরান খন্দকার এ বরখাস্তের আদেশ দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ৩০ টাকা করে নিয়ে বই বিতরণ করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিভাবকরা। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা।

ওই প্রতিবেদনের আলোকে বুধবার বিকেলে এক অফিস আদেশে হোসেন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল ইমরান খন্দকার। এ আদেশ ২ জানুয়ারি থেকে কার্যকর।

বরখাস্তের আদেশ পাননি দাবি করে অভিযুক্ত শিক্ষক হোসেন আলী জানান, বই পরিবহন খরচ বাবদ কিছু টাকা আদায় করা হয়েছিল।

ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল ইমরান খন্দকার জানান, বরখাস্তের আদেশ ওই শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।
 

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।