ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
পবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত পবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড- ২০১৮ অনুষ্ঠিত

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজ্ঞান অলিম্পিয়াড- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। 

শক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

এসময় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি প্রফেসর ড. কামাল উদ্দীন।

 

বিজ্ঞান অলিম্পিয়াডে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

বাংলা‌দেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়া‌রি ১২, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।