ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীতে শিক্ষার্থীরা

নোয়াখালী: ঐতিহ্যবাহী বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় উদযাপন করলো গৌরবের শতবছরপূর্তি। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত স্কুলটি সাবেক-বর্তমান শিক্ষার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত আয়োজন করে জাঁকজমক অনুষ্ঠানের।

শুক্রবার (১২ জানুয়ারি) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার এ বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণের প্রাচুর্য।

সকাল থেকে রাত পর্যন্ত উদযাপন পরিষদের উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানান আনন্দ আয়োজনে উৎসবমুখর ছিল স্কুল প্রাঙ্গণ।



উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল হাই'র সভাপতিত্বে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, সাবেক সংসদ সদস্য এমএ হাসেম, সাবেক সংসদ সদস্য বরকত উল্লা বুলু, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।