ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভাঙচুরের ঘটনায় মামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ঢাবিতে ভাঙচুরের ঘটনায় মামলা কলাভবনের কলাপসিবল গেট

ঢাকা বিশ্ববিদ্যালয়: কলাভবনের কলাপসিবল গেট ভাঙচুর ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখার দায়ে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান মামলার বাদী হয়েছেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।  

এ ছাড়া দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বুধবারের (১৭ জানুয়ারি) ঘটনায় অন্যটি সোমবারের (১৫ জানুয়ারি) ঘটনায়।

এদিকে ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলো।

মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
রাত সাড়ে ১১টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয় মিছিলকারীরা। সেখান কিছুক্ষণ অবস্থান শেষে ফের টিএসসি এসে মিছিলটি শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা প্রক্টরের পদত্যাগ দাবি করেন। জোর দাবি জানান মামলা প্রত্যাহারের। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।  

প্রসঙ্গত, রাজধানীর বড় সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাদ দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে ছাত্রীদের নিপীড়ন, আন্দোলনকারীদের সমন্বয়ককে উপাচার্যের কার্যালয়ে মারধর এবং অন্যদের হেনস্তার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।  

বুধবার ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব ঘটনার বিচার দাবি করা হয়। এতে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো। তারা প্রক্টর কার্যালয়ের সামনের কলাপসিবল গেট ভাঙচুর করে। ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে প্রক্টর গোলাম রব্বানীকে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসকেবি/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।