বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।
তিনি বলেন, প্রথম বারের মতো গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ৭টি বিষয়ের সমন্বয়ে আন্তর্জাতিক এ সম্মেলন হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সম্মেলনের সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান ও সাখওয়াত হোসনে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জিপি