সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ড. শামীমুর রহমান।
দিনব্যাপি ভোটগ্রহণ শেষে বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামসুল আলম।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কামারুজ্জামান সরকার, যুগ্ম সম্পাদক রবিউল আওয়াল, ক্রীড়া সম্পাদক ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ও যন্ত্রকৌশল বিভাগের জগলুল সাদাত এবং সদস্য অজয় কৃষ্ণ, কামরুল ইসলাম, আলী হোসেন, আব্দুল মফিজ ও দিদার হোসেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই দু’টি প্যানেল অংশগ্রহণ করে। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলের হয়ে নির্বাচন করে আব্দুর রাজ্জাক ১০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আব্দুল আলিম পেয়েছেন ৮০ ভোট।
অন্যদিকে, দলীয় কোন্দলের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে ৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. শামীমুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ৭৭ ভোট।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআই