শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকিয়ে ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ব্যক্তিগত কাজে ঢাকা থেকে যাওয়ার পথে শুক্রবার ভোর ৩টা ৪২ মিনিটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় হামলার শিকার হন। এসময় সন্ত্রাসীরা মহাসড়কে গাছ ফেলে উপাচার্যের গাড়ি গতিরোধ করে। পরে উপাচার্য কৌশলে সেখান থেকে দৌড়ে প্রাণ বাঁচান।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরবি/