ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ছাত্রদের মজবুত বানালে ওরা দেশকে মজবুত করবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
‘ছাত্রদের মজবুত বানালে ওরা দেশকে মজবুত করবে’

কুড়িগ্রাম: ভবন যতো মজবুত করে বানান তা একদিন ভেঙে যাবে, ছাত্রদের যদি মজবুত বানান ওরা একসময় দেশকে মজবুত করে দেবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।  

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা একটি মহান পেশা।

পেশার প্রতি মনোনিবেশ করুন, তাহলে দেশ একদিন বদলে যাবে।  

কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত রংপুর বিভাগীয় উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক রাশেদা মমতাজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০০ জানুয়ারি ২৬, ২০১৮
এফইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।