শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর উভয়ই লাঞ্ছনা ও অশোভন আচরণের অভিযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বটতলার রাস্তায় প্রাইভেটকার রেখেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা ও সহকারী অধ্যাপক নাহ্ন ইসলাম খান। এ সময় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হওয়ায় তারা রাস্তা থেকে গাড়িটি সরানোর জন্য বলেন। তখন শিক্ষকদ্বয়ের সঙ্গে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে সন্ধ্যায় ওই দুই শিক্ষক প্রক্টর বরাবার অভিযোগ দেন। অভিযোগ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী আরমান ও অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী নুরউদ্দিন মুহাম্মাদ সানাউল তাদেরকে মৌখিকভাবে লাঞ্ছিত ও অশোভন আচরণ করেছে বলে এর বিচার দাবি করেন।
অন্যদিকে ওই শিক্ষার্থীরা শিক্ষকদের অভিযোগ মিথ্যাচার দাবি করে প্রক্টর বরাবর পাল্টা অভিযোগ করেছে। শিক্ষার্থীরা অভিযোগ পত্রে তাদের সঙ্গে অশোভন আচরণ ও শারীরিক লাঞ্ছনা করা হুমকি দেন বলে উল্লেখ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যপক তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, অভিযোগের বিষয়ে অবহিত হয়েছি। শনিবার (২৭ জানুয়ারি) প্রক্টরিয়ার টিমের বৈঠক ডেকেছি। আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
জিপি