ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে হামলা

রাবি: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান ধর্মঘট করাকালে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রাবির কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাদের ওপর এ হামলা করেন।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ অবস্থান ধর্মঘট করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। ৮টা ১০ মিনিটে তারা ক্যাম্পাসের বাস আটকে দেন। সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন ও ফিরোজ মাহমুদের নেতৃত্বে কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। এ সময় তারা ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িতে পড়েন।

একপর্যায়ে তারা ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় ছাত্রজোটের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দিলে বাস চলাচল স্বাভাবিক হয়।

দুপুর ১২টার দিকে ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ থেকে তারা ঢাবিতে নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান। এছাড়া রাবির কর্মসূচিতে প্রশাসনের মদদে সাবেক ছাত্রলীগ নেতা ও কর্মকর্তাদের হামলার নিন্দা ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের আহ্বায়ক লিটন দাস বলেন, ধর্মঘট সফল করতে আমরা সেখানে সকালের প্রথম ট্রিপের বাস আটকে দিই। পরবর্তী শিডিউলের বাস বন্ধ করার জন্য সেখানে অবস্থান করছিলাম। এসময় রাবির কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আমাদের ওপর হামলা করে। এরপর প্রক্টর পুলিশ দিয়ে আমাদের সেখান থেকে সরিয়ে দেন। ’

রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘প্রশাসন ভবনের সামনে দিয়ে আমরা কয়েকজন যাচ্ছিলাম। প্রক্টরের সঙ্গে বাকবিতণ্ডা দেখে এগিয়ে যাই। তারা প্রক্টরের সঙ্গে খুব খারাপ আচরণ করছিলো। আমরা বিষয়টির প্রতিবাদ করে বাস চলাচল স্বাভাবিক করে দিয়েছি। কোনো হামলা করা হয়নি। ’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, তারা পরিবহনের বাস বন্ধ করে রেখেছিল। আমি তাদের বাস বন্ধ করে সহিংস রাজনীতি বাদ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করতে অনুরোধ জানাই। কিন্তু তারা সেটা মানেনি। এরপর আমাদের বাস বিকল্প রাস্তা দিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়। পরে তারাও সেখান থেকে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।