বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
এ সময় মন্ত্রী বলেন, আমাদের জাতীয় জীবনে ভাষা সৈনিকদের অবদান কোনো দিন ভোলার নয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুশফিকুর রহমান উৎস বাংলানিউজকে বলেন, আমি ভাষা আন্দোলন দেখিনি। তবে তাদের গল্প শুনে মন থেকে তাদের শ্রদ্ধা করি। আর তাই যখনই শুনলাম একজন ভাষা সৈনিকের স্মরণে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, তখনই ছুটে আসলাম। ছবির মাধ্যমে আমি ভাষা সৈনিকদের স্মরণ করতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সংগ্রামী কামাল লোহানী, ভাষা সৈনিক আব্দুল মতিনের সহধর্মিনী গুলবদন নেসা মনিকা, সাংবাদিক মমতাজুল করিম, বাংলাদেশ বেতার টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসকেবি/এএটি