ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আমরণ অনশন চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আমরণ অনশন চলছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার দাবিতে প্রেসক্লাবের সামনে আমরণ অনশন/ছবি: শাকিল

ঢাকা: জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার দাবিতে প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। এ দাবিতে গত ১২ দিন ধরে প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মসূচির ১২ দিনের মধ্যে ৬ষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছেন তারা।

সংগঠনের মহাসচিব কামাল হোসেন বলেন, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ২৭ মে ২০১২ তারিখের আগে যে সব বিদ্যালয়ের নিজ নামে জমি অধিগ্রহণ করা হয় সেসব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হবে।

এখানে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এসব বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনতে হবে।

সাংগঠনিক সম্পাদক আসম জাফর ইকবাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ঘোষণার মাধ্যমে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। কিন্তু দুঃখের বিষয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে সব শর্ত পূরণ করলেও ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি।

তিনি বলেন, মরতে হয় মরবো, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। আন্দোলন চলাকালে এ পর্যন্ত ১৭০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। ৩০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, ৭০ জন বিভিন্ন ক্লিনিকে, ৮২ জন যার যার এলাকার মেডিকেলে আছেন।

কর্মসূচিতে উপস্থিত নেতাদের মধ্যে আছেন কার্যনির্বাহী সদস্য সালেহ উদ্দিন, শাহজাহান আলী সাজু, বদরুল আমিন সরকার, ফিরোজ উদ্দিন, শাহনাজ পারভিন, আশরাফুল ইসলাম, নীলা রানি দাশ, মো. হারুন অর রশীদ, শেখ রাজু আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।