ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি’র প্রথমদিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
এসএসসি’র প্রথমদিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩১৫

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ৩১৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কারের খবর বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।

প্রথমদিনের পরীক্ষায় মোট ৮৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৫২, বরগুনায় ৪০, পটুয়াখালীতে ৬৪, পিরোজপুরে ২৮, ঝালকাঠিতে ৩৫ ও বরিশালে ৯৬ জন রয়েছে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোট পরীক্ষার্থী হিসেবে বাংলা প্রথমপত্র পরীক্ষায় গত বছর ও এ বছর অনুপস্থিতির হার সমান (০ দশমিক ৩৬) থাকলেও সংখ্যার দিক থেকে গত বছর অনুপস্থিতির সংখ্যা কম ছিলো। গত বছর বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৯৪ জন।

এ বছন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় এক লাখ ৩ হাজার ৭৮৮ পরীক্ষার্থী রয়েছে। এক হাজার ৪২৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ জেলার মোট ১৭২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী রয়েছে। যাদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিতো পরীক্ষার্থী। এছাড়াও জিপিএ উন্নয়নে ৮৩ জন এবং অনিয়মিত ১৮ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।