শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, চান্দিনার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হচ্ছে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
সভায় উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বশিরুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল বাসার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, সহকারী শিক্ষক মহসিন সরকার, এমদাদুল হক, নিখিল চন্দ্র ভৌমিক, বিদ্যালয়ের দাতা সদস্য মনির খন্দকার প্রমুখ।
পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমরানুল হক মামুন, নাজমুল হক নোমান, শহিদুল্লাহ তৌফিক, গৌতম ঘোষ, জীবন কর্মকারসহ অন্যান্যরা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ডা. প্রাণ গোপাল দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীনের নেতৃত্বে স্থানীয়রা শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জিপি