মন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ যখন দূনীতিতে চ্যাম্পিয়ন হয়ে কালিমা লেপন করছিল সেই জায়গায় আজ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সততায় চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের কোনো আলাউদ্দিনের প্রদীপ ছিল না যে ঘষা দিলেই দৈত্য এসে হাজির হয়ে বলবে আমি রাস্তা করে দিচ্ছি, পদ্মা সেতু করে দিচ্ছি, দেশের উন্নয়ন করে দিচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা ড. খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু একজন দক্ষ নেতা নন, সৎ নেতা নন। তিনি একজন দূরদর্শী নেতা। সেজন্য তিনি দশ বছর, বিশ বছর পর কি হবে সেই চিন্তা তিনি করেন।
অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ডা: মো. জালাল উদ্দিন, পদ্মা কলেজ প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআইএস