রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আবু রায়হান বিরুনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানান।
আল-বিরুনীর ৯৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করছে আবু রায়হান বিরুনী ফাউন্ডেশন।
সম্মেলনের সহযোগিতায় রয়েছে তেহরানের পেয়াম নূর বিশ্ববিদ্যালয়। এর মূল বিষয়বস্তু বৈজ্ঞানিক, দার্শনিক, সাংস্কৃতিক ও সমাজবিজ্ঞানীর প্রতীক হিসেবে বিরুনী; ইন্দো-ইরানীয় সম্পর্ক: ইতিহাস, সংস্কৃতি, ভাষা, সাহিত্য ও স্থাপত্যে।
সম্মেলনে উত্থপিত গবেষণা প্রবন্ধগুলো ৩৫০ থেকে ৪০০ শব্দের হতে হবে। জমা দিতে হবে ২৮ ফেব্রুরায়ির মধ্যে। প্রবন্ধ যাচাই-বাছাই করে সম্মলেনর জন্য গৃহীত হবে ১০ মার্চ।
বিস্তারিত তথ্যের জন্য নিচের ওয়েবসাইটি ভিজিট করুন: http://www.arbfbd.org/?page_id=1104
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসকেবি/এএ