রোববার (১১ ফেব্রুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিতির গড় হার ছিলো শূন্য দশমিক ২২ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষার অষ্টমদিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ১ লাখ ৬৫ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৮৪, গাইবান্ধায় ৫৪, নীলফামারীতে ৪৯, কুড়িগ্রামে ২৮, লালমনিরহাটে ৩৫, দিনাজপুরে ৭২, ঠাকুরগাঁওয়ে ২৮ ও পঞ্চগড় জেলায় ২১ জন ছিলো বলে জানিয়েছেন মো. মানিক হোসেন।
২০১৮ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬১৪টি বিদ্যালয় থেকে ২৬০টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৫ হাজার ৮৩৬ জন ছাত্র ও ৯১ হাজার ২৪ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৬২ জন নিয়মিত, ২২ হাজার ৪৭৩ জন অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৫ জন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআরএস