ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উত্ত্যক্তের অভিযোগে জবির ২ ছাত্রলীগকর্মী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
উত্ত্যক্তের অভিযোগে জবির ২ ছাত্রলীগকর্মী বহিষ্কার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-২’র (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা শেষে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে প্রশাসন।

বহিষ্কৃত দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম গ্রুপের ছাত্রলীগ কর্মী জয়নুল আবেদীন ও একই বিভাগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী মোবারক ঠাকুর প্রিন্স।

সোমবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তফা কামাল বলেন, আমাদের প্রাথমিক তদন্ত শেষে উপাচার্য স্যার তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।  এরপর আমাদের শৃঙ্গলা কমিটির তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

এর আগে শনিবার (০৬ অক্টোবর) প্রক্টর অফিস বরাবর লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী জানান, পরীক্ষা শেষে তিনি বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ওই দুই ছাত্রীলীগ কর্মী তাকে ডেকে নিয়ে যৌন হয়রানিমূলক আচরণ করেন। তাকে নিয়ে ইশারায় নানা ধরণে কুরুচিমূলক মন্তব্য করেন। এতে তিনি বিব্রতকর অবস্থায় পরে যান।  

তিনি আরো জানান, শুধু অশালীন মন্তব্য করেই থেমে জাননি তারা। তারা অশালীন কথাবার্তা বলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, তাদের প্রাথমিকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মামলা না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
কেডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।