মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং লাইফ ও আর্থ অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রায় শেষের দিকে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘ইউনিট-১’-এর ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়। এর মধ্যে সকালের শিফটে ১৩ হাজার ২৪১ জন এবং বিকেলের শিফটে ১৩ হাজার ১৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেন।
প্রতি আসনের জন্য গড়ে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
কেডি/আরআর