ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আনন্দশালার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
জাবিতে আনন্দশালার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিনেট হলে কেক কেটে আনন্দশালার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আনন্দশালা’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কেক কেটে আনন্দশালার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আনন্দশালার ভবন নির্মাণের ব্যয় বহন করা হবে।

ইতোমধ্যে এ ভবন নির্মাণের জন্য ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে ২২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষের আসবাবপত্র তৈরির জন্য আরো তিন লাখ টাকা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আনন্দশালা ভবন নির্মাণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবন বিকাশে সহযোগিতার জন্য প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, আনন্দশালার পরিচালক (অনারারী) অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।