ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষায় নকল করায় মাদারীপুরে ২ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
পরীক্ষায় নকল করায় মাদারীপুরে ২ শিক্ষার্থী বহিষ্কার

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দুটি কেন্দ্রের ২ ছাত্রকে নকল করার দায়ে বহিষ্কার ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৫ নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে ওই দুইটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তাদের বহিষ্কার করেন।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বহিষ্কার হওয়া দুই ছাত্রের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।