বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জুডো।
এই আয়োজনের অংশ হিসেবে থাকছে ১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, ৮ম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও ৮ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
সারাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়, ৩২টি কলেজ ও ৩২টি স্কুল পৃথকভাবে প্রতিযোগিতায় অংশ নেবে।
আগামী ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সব পর্যায়ের বিতর্কের ফাইনাল এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে।
এই প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করবেন জুডোর সভাপতি মুশফিক উস সালেহীন। অন্য দায়িত্ব পালন করবেন মোজাম্মেল (বিশ্ববিদ্যালয় পর্যায়), মমতাজুল আরিফ (আন্তঃকলেজ পর্যায়) ও তাজরীন ইসলাম তন্বী (আন্তঃস্কুল পর্যায়)।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
আরআর