ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
পাবিপ্রবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদ হোসেন (২৪) ও হামিম (২৫)।

তারা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার বলেন, শুক্রবারের ভর্তি পরীক্ষকে সামনে রেখে রাতে পাবনা শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের সদস্যরা অবস্থান করছিলেন। খবর পেয়ে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের দুই ছাত্রকে আটক করে। এসময় তাদের কাছে পরীক্ষা জালিয়াতিতে ব্যবহৃত ভর্তি পরীক্ষার নকল খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেছে।

নাহার ভবন ছাত্রাবাসের মালিক রানা বলেন, আমার ছাত্রাবাসে প্রায় ২০ জন ছাত্র থাকেন। শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তাই দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু ছাত্র আমার ছাত্রাবাসে উঠেছেন। রাতে যখন আমার ছাত্রাবাসে পুলিশ আসে তখন বেশ কিছু ছাত্র প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তবে কারা কি কারণে পালিয়েছেন তা বলতে পারছি না।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।