ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃভর্তি পরীক্ষা হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে ঢাবি ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা চলে ৪ ঘণ্টা পর্যন্ত।

 মোট ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুন‍ঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠলে ডিনস কমিটির সভায় উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮/আপডেট: ১৬১০ ঘণ্টা
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।