ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে তিন দিনব্যাপী ‘রক্তে রাঙা বিজয় আমার’ উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ঢাবিতে তিন দিনব্যাপী ‘রক্তে রাঙা বিজয় আমার’ উৎসব সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্লোগান’৭১। ‘রক্তে রাঙা বিজয় আমার’ শিরোনামে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শোক সমাবেশের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হবে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুজন মিয়া।

সুজন মিয়া বলেন, টিএসসির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে ১৪ ডিসম্বের সকাল ১১ টায় স্মৃতি চিরন্তনের আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আমার ভালোবাসার পতাকা তৈরি শুরু হবে ১২ টায়।

১৫ ডিসেম্বর শান্তির পায়রা চত্বরে দুপুর ২ টা থেকে মধ্যরাত অবধি টিএসসির সব সংগঠনের পরিবেশনায় থাকবে নাচ, গান, নাটকসহ ব্যতিক্রমী সব সাংস্কৃতিক আয়োজন। রাত ১১ টা ৪৫ মিনিটে স্লোগান৭১ রচিত বিজয় শপথ পাঠ করানো হবে। বিজয়ের প্রথম প্রহরে থাকবে আতশবাজি ‘বিজয়ালোক’।

১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় থাকবে ঢাকের তালে বিজয় উদ্‌যাপন।

সংবাদ সম্মেলনে সংগঠনের তথ্য ও প্রকাশনা সম্পাদক রিজন আহমেদ, সদস্য নাফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।