ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মতিঝিল আইডিয়ালে পিইসিতে শতভাগ পাস, কমেছে জিপিএ-৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
মতিঝিল আইডিয়ালে পিইসিতে শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ মতিঝিলের আইডিয়াল শিক্ষার্থীদের উল্লাস/ছবি- শাকিল

ঢাকা: পঞ্চম শ্রেণির প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিইসি) পরীক্ষায় এবার মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে স্কুলটিতে পিইসিতে মোট ৩৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন শিক্ষার্থী।

এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলো ১৯৪ জন। ওই বছরও প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছিলো।

ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাকসুদা বেগম বলেন, এবারও শতভাগ পাস করেছে। তবে নতুন প্রশ্নপত্রের কারণে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। আশা করি আগামীতে ভালো করবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।