ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ববি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র রাখার নির্দেশ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বেশ কয়েকটি চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে জারি করা এক নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল ও চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখা ও গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।