ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কক্সবাজারে প্রশাসনের অভিযান, ১০ কোচিং সেন্টারে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
কক্সবাজারে প্রশাসনের অভিযান, ১০ কোচিং সেন্টারে তালা কোচিং সেন্টারে জেলা প্রশাসনের অভিযান

কক্সবাজার: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কোচিং সেন্টার একমাস বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করে চালু রাখায় কক্সবাজারে  বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

অভিযানে কক্সবাজার শহরের বিভিন্নস্থানে গড়ে ওঠা ১০টি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, নির্দেশ না মেনে যারা এখনো কোচিং সেন্টার চালু রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। প্রথম দিন ১০ কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী একমাস  কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি  নির্দেশনা  রয়েছে। তা মানা না হলে তাদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দেশের সব কোচিং সেন্টার টানা একমাস বন্ধের নির্দেশ দেয় সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নিষেধাজ্ঞা জারি করেন। নির্দেশনা না মানায় দেশের বিভিন্ন স্থানের মতো কক্সবাজারেও অভিযান শুরু করে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।