ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চুয়েটে মানববন্ধন

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে ছাত্রলীগ চুয়েট শাখা।

বৃহষ্পতিবার ক্যাম্পাসে ছাত্রলীগের আয়োজনে এই মানবন্ধনে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতা-কর্মী ছাড়াও ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।



এ সময় বক্তব্য দেন চুয়েট উপাচার্য প্রফেসর ড. শ্যামল কান্তি বিশ্বাস এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রশীদুল আবেদীন সাজিদ, ছাত্রলীগ কর্মী মঈন উদ্দিন চৌধুরী এবং সুরজিত বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, ‘১৯৭১ সালে সাধারণ মানুষকে হত্যা করে যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারা সফল হয়নি। বাঙ্গালি জাতি স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাধ্যমে আবার মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। ’

বক্তারা যারা এই হত্যাযজ্ঞ চালিয়ে ছিল তাদের বিচার অবিলম্বে কার্যকর করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।