ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএসএমআরএমইউর মেরিটাইম বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
বিএসএমআরএমইউর মেরিটাইম বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) মেরিটাইম শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) মেরিটাইম শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ সেমিনার ছিল ‘অ্যান আউটলুক ফর সাসটেনেবল মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স: চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে এহেড’  বিষয়ক।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।