ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে দেয়ালচিত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে দেয়ালচিত্র

ব্রাহ্মণবাড়িয়া: স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে সেজন্য মুজিব বর্ষ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়াস্থ আদর্শ কেজি স্কুলের সীমানা প্রাচীরের দেয়ালে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের ছবি। ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফিতা কেটে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্রের উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের কয়েকজন চিত্রশিল্পী এই দেয়ালচিত্র এঁকেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ ফখরুদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিয়াউল হক।

এ সময় অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র দেখে ক্ষুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই দেয়ালচিত্র তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। পরে অতিথিরা দেয়ালে আঁকা মুক্তিযুদ্ধে চিত্র দেখেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।