ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির সমাবর্তনে রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
খুবির সমাবর্তনে রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে খুবির মাঠে হেলিপ্যাডে অবতরণের পর রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয়। পরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

 

অভিনন্দন জানানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খুবির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি।

সমাবর্তনের মূল অনুষ্ঠানপূর্বে দুপুর ২টা ০৫ মিনিটে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করেন।

জানা গেছে, খুবির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল হামিদ। এর আগে দুপুর ২টা ৫ মিনিটে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে নবনির্মিত ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করবেন।

সমাবর্তন মূল অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দুপুর ২টা ৩০ মিনিটে সমাবর্তন-শোভাযাত্রাসহ চ্যান্সেলরের অনুষ্ঠানস্থলে আগমন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সমাবর্তন অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা, ট্রেজারারের স্বাগত বক্তব্য, ডিগ্রি ও স্বর্ণপদক প্রদান, ভাইস-চ্যান্সেলরের বক্তব্য, বিশেষ অতিথি প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর বক্তব্য, সমাবর্তন বক্তা প্রফেসর ড. অনুপম সেনের বক্তব্য, বিশেষ অতিথি ডা. দীপু মনির বক্তব্য, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদে ভাষণ, ক্রেস্ট বিনিময়, চ্যান্সেলরের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমআরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।