ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৩ লাখ নতুন বই পাবে ফেনীর শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
৩৩ লাখ নতুন বই পাবে ফেনীর শিক্ষার্থীরা ছবি: প্রতীকী

ফেনী: বছরের প্রথম দিন বই উৎসবের জন্য ফেনীতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসবের জন্য উপজেলা পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে গেছে নতুন বই। বছরের প্রথম দিনে জেলায় নতুন বই হাতে পাবে ৩ লাখ ৫২ হাজার ৪শ’ ৬০ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৩ লাখ ২৬ হাজার ৬শ’ ১টি বই। ওইদিন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের প্রথম দিনে জেলার ছয়টি উপজেলার ৫শ’ ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনসহ ৯শ’ ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৪৬ হাজার ৮শ’ ৬ ছাত্রছাত্রীর মধ্যে ৭ লাখ ৮ হাজার ২৪টি বই বিতরণ করা হবে। চলতি বছরের শুরুতে ১ লাখ ৪৪ হাজার ৩শ’ ৮৯ জন ছাত্রছাত্রীর জন্য বইয়ের চাহিদা ছিল ৬ লাখ ৯৮ হাজার ৯শ’ ৯১টি বই।

সেই তুলনায় ২০২০ সালে বইয়ের চাহিদা ৯ হাজার ৩৩ ও ছাত্রছাত্রী ২ হাজার ৪শ’ ১৭ জন বেড়েছে।

২০২০ সালে সদর উপজেলার ১৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১০৮ জন, দাগনভূঞা উপজেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ হাজার ৬০ জন, সোনাগাজী উপজেলার ১০৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ হাজার ৪৭৯ জন, ছাগলনাইয়া উপজেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৫৮৮ জন, পরশুরাম উপজেলায় ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৫৫২ জন এবং ফুলগাজী উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ১৮২ জন।  

ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০ হাজার ৯শ’ ৩০ জন ছাত্রছাত্রীর জন্য ৩ লাখ ৬৮ হাজার ৯শ’ ৪০টি বই বিতরণ করা হবে।

মাধ্যমিক বাংলা ভার্সনে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৫০ জনের জন্য ১৬ লাখ ৫৯ হাজার ৫শ’ ৩৫ ও মাধ্যমিক ইংরেজি ভার্সনে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫শ’ ৩৯ শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯শ’ ৫৭টি বই বিতরণ করা হবে।

দাখিল ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৭ হাজার ৮শ’ ৩০ শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৫৮ হাজার ৩শ’ ৩০টি বই বিতরণ করা হবে। এসএসসি ভোকেশনাল নবম শ্রেণি ১ হাজার ২শ’ ৪৫ ও দাখিল ভোকেশনালে ৬০ শিক্ষার্থী। ভোকেশনালে মোট ১ হাজার ৩শ’ ৫ শিক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৮শ’ ৬৫টি বই বিতরণের জন্য স্ব স্ব বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ছয় উপজেলায় স্ব স্ব বিদ্যালয়ে নতুন বই পৌছে গেছে। ২০২০ সালে ফেনীর ছয় উপজেলার ৫৬০টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৮ হাজার ২৪টি নতুন বই বিতরণ করা হবে।

জেলা শিক্ষা কর্মকতা কাজী সলিম উল্যাহ জানান, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আনন্দই আলাদা। শিক্ষার্থীরা নতুন বই পেলে খুশি হবে। সেজন্য জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জানতে চাইলে জেলা প্রশাসক মো.ওয়াহিদুজজামান বলেন, বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বই উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য জেলা ও মাধ্যমিক কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা। ডিসেম্বর ৩১, ২০১৯
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।