ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনীতে দেশসেরা গাজীপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
প্রাথমিক সমাপনীতে দেশসেরা গাজীপুর

গাজীপুর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার গাজীপুর জেলা দেশসেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। এবার গাজীপুরে গড় পাসের হার ৯৯ দশমিক ১৪ শতাংশ। এ খবরে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনন্দ-উল্লাস প্রকাশ করেছে।

শিক্ষা কর্মকর্তারা বলেছেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পরিশ্রমের ফল। জেলায় সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা ৭৭৫টি এবং কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে ১ হাজার ৯৯৯টি।

জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, চলতি বছর গাজীপুর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬১ হাজার ৭৬৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬১ হাজার ৪৬৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ১৩৯ জন। এছাড়া জেলা ইবতেদায়ি পরীক্ষায় ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৭৫৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭৯ জন।

জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ, কালিয়াকৈর উপজেলায় ৯৯ দশমিক ৬৬ শতাংশ, শ্রীপুর উপজেলা ৯৯ দশমিক ৫১ শতাংশ, সদর উপজেলা ৯৯ দশমিক ৩২ শতাংশ এবং টঙ্গীতে পাসের হার ৯৬ দশমিক ৬১ শতাংশ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের চেষ্টা ও অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতায় সমাপনী পরীক্ষায় দেশের শীর্ষ অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।