ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জানুয়ারি ১৩, ২০২০
শাবিপ্রবির সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সভায় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে অষ্টম ব্যাচের শিক্ষার্থী এবং বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন রাব্বী মনোনীত হয়েছেন।

 

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. ফয়জুর রহমান সহির, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আবেদুজ্জামান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ আল মামুন টিপু, নবম ব্যাচের শিক্ষার্থী মো. আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক ১২তম ব্যাচের শিক্ষার্থী আশিস কুমার বণিক, ১৩তম ব্যাচের শিক্ষার্থী দেবাশীস দীবান, ১৪তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক চতুর্থ ব্যাচের শিক্ষার্থী দিঘি, জয় দত্ত, গবেষণা ও প্রচার সম্পাদক ১২তম ব্যাচের শিক্ষার্থী শেখ নাসরিন হক, ১৯তম ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর হাসান, দপ্তর সম্পাদক ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১১তম ব্যাচের শিক্ষার্থী জর্জেসুর রহমান।

কমিটির সদস্যরা হলেন- গোলাম কবির (অষ্টম ব্যাচ), হিমাংশু আচার্য (প্রথম ব্যাচ), সাফায়াত হোসেন আহমদ (প্রথম ব্যাচ), শিলুর রহমান (প্রথম ব্যাচ), নাসিরুদ্দিন ফারুক (প্রথম ব্যাচ), মো. ফারুক উদ্দিন (দ্বিতীয় ব্যাচ), নেপাল চন্দ্র দাস (তৃতীয় ব্যাচ), সচ্ছিদানন্দ চক্রবর্তী (চতুর্থ ব্যাচ), আবু সাদাৎ সায়েম (পঞ্চম ব্যাচ), হালিমা খাতুন (পঞ্চম ব্যাচ), আবুল বাশার (ষষ্ঠ ব্যাচ), শাহরিয়ার সনি (সপ্তম ব্যাচ), খেন্দকার রবিউল আউয়াল (অষ্টম ব্যাচ), রফিউল রজিব চৌধুরী (১০ম ব্যাচ), তানভীর আহমদ চৌধুরী (১০ম ব্যাচ), হুমায়ুন কবির (১১তম ব্যাচ), জাফিউল হক সুমন (১৩তম ব্যাচ), শাহ জামাল (১৩তম ব্যাচ), আশরাফ আদনান (২০তম ব্যাচ) ও এহসানুল হক বাবু (১৬তম ব্যাচ)।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।