ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সারাদেশে যৌন নির্যাতনের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
সারাদেশে যৌন নির্যাতনের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি: সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালন করা হয়।  

মানববন্ধনে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, দেশে প্রতিবছর ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে।

কিন্তু দুঃখের বিষয় ভুক্তভোগীরা কোনো ধরনের বিচার পাচ্ছে না। দেশের বিচার ব্যবস্থার দুর্বলতার কারণেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে।  

‘গ্রাম থেকে শুরু করে শহর কোথাও আজ নারী নিরাপদ নয়। রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই অবস্থায় আমাদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষকদেরকে বয়কটের মাধ্যমে সমাজ থেকে বের করে দিতে হবে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ধর্ষকদের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে হবে। ’

যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ইকবাল হোসাইন, ফয়সাল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এএ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।