ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনী: কুড়িগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১৬৪৮ জন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

কুড়িগ্রাম: প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় কুড়িগ্রামে মোট পাস করেছে ৩৮ হাজার ১৬৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৪৮ জন।



প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শতকরা ৯৭ ভাগ এবং এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শতকরা ৯৩ ভাগ।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায় জেলার ৯টি উপজেলার মধ্যে নাগেশ্বরী উপজেলায় সর্বোচ্চ ৫০৪ জন প্রাথমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

আর পাসের হারে সর্বোচ্চ অবস্থায় উলিপুর উপজেলা। এখানে পাস করেছে শতকরা ছাত্র ৯৯ দশমিক ৮৫ জন এবং ছাত্রী ৯৯ দশমিক ৬৯ জন।

একইভাবে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নাগেশ্বরী উপজেলায় মোট ৪৭ জন। সর্বোচ্চ পাস করেছে উলিপুর উপজেলায় ছাত্র ৯৯ দশমিক ৪৬ ভাগ এবং ছাত্রী ৯৯ দশমিক ০৫ ভাগ।

জেলায় শতভাগ পাশ করেছে ১১৯৬টি প্রাথমিক বিদ্যালয়ে এবং কোন শিক্ষার্থী পাশ করেনি ১১টি প্রাথামক বিদ্যালয়ে। এবতেদায়ীতে শতভাগ পাশ করেছে ২০০টি মাদ্রাসায় এবং কেউ পাশ করেনি ১২ টি মাদ্রাসায়।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।