সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা ইউজিসির সভায় অংশগ্রহণ করেছি।
বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইনিস্টিটিউটের পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে একাডেমিক সভার সদস্যরা মতামত না দিলেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিপক্ষে মত দেবেন। কারণ হিসেবে তারা সমন্বিত ভর্তি পরীক্ষায় সমন্বিত দূর্নীতির সম্ভাবনা, ইউজিসির পর্যাপ্ত লোকবল ও টেকনিক্যাল ব্যবস্থাপনার অভাব, মানহীন প্রশ্নপত্র, প্রশ্নফাঁসের সম্ভাবনা, পরীক্ষার হলে স্বচ্ছতা নিশ্চিতের অভাব, বিষয় পরিবর্তনের ভোগান্তি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিন্নতার কারণে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার পেছনে যুক্তি হিসেবে দেখাতে পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যেমন শিক্ষক নিয়োগ দিয়ে থাকে, তেমনি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও একই ভূমিকা থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া আলাদা থাকা উচিত। কারণ সমন্বিত ভর্তি পরীক্ষা কীভাবে ম্যানেজ হবে, কারা ম্যানেজ করবে তারপর সেই পরীক্ষাটি আরেকটা এইচএসসি পরীক্ষার মতো হবে কি না সেসব নিয়ে সন্দেহ থেকে যায়। কাজেই সমন্বিত ভর্তি পরীক্ষায় ঢাবির অংশগ্রহণ না করাকে আমি স্বাভাবিক মনে করি।
বাংলাদেশ সময়: ১০৫৩ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসকেবি/এসআইএস