ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে শীর্ষ ১০-এ জেলার ৩ স্কুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
যশোর বোর্ডে শীর্ষ ১০-এ জেলার ৩ স্কুল

যশোর : যশোর বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শীর্ষ ১০-এ যশোরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

এদের মধ্যে ৫ম স্থানে আছে দাউদ পাবলিক স্কুল, ৭ম স্থানে সরকারি বালিকা বিদ্যালয় ও ৮ম স্থানে পুলিশ লাইন স্কুল।



এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

দাউদ পাবলিক স্কুল থেকে এবার ৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ৭২ জন। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।

যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৩৬ জনের মধ্যে পাস করেছে ২৩৩ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

যশোর সরকারী বিদ্যালয়ের প্রধানশিক্ষক গোলাম মোস্তফা প্রাপ্ত ফলাফলে সন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, শুধুমাত্র শিক্ষকদের প্রচেষ্টা নয়, মেয়েদের পরিশ্রমই ভাল ফলাফল বয়ে এনেছে। পাশাপাশি তিনি অভিভাবকদের সচেনতাকে ভাল ফলাফলের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করেন।

যশোর পুলিশ লাইন স্কুল থেকে ১শ ৭ জনের সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।

যশোর পুলিশ লাইন স্কুল এর প্রধানশিক্ষক আব্দুল আজিজ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, নিয়মিত পড়াশুনার খোঁজ-খবর রাখা, ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত থাকা নিশ্চিত করা, দুর্বলদের চিহ্নিত করে অতিরিক্ত ক্লাস গ্রহণ করায় এমন ভাল ভাল ফলাফল সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।